"মমতার স্নেহালয় প্রকল্প"(snehaloy prakalpa,snehaloy a was yojona in west Bengal)

মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায় পুরভোটের আগেই আরও একটি নতুন প্রকল্পে  ঘোষণা করলেন,  প্রকল্পটির নাম দিলেন "স্নেহালয় প্রকল্প"  




তপশীলি জাতি ও উপজাতি সসম্প্রদায়ের জন্য তিনি পেনশন প্রকল্প নিয়েও বললেন সেদিন  কালিয়াগঞ্জ মঞ্চ থেকে। 


কী এই স্নেহালয় প্রকল্প? 

এটি হল গৃহহীনদের জন্য রাজ্য সরকারের একটি নতুন প্রকল্প। বাড়ি তৈরির জন্য 1 লক্ষ 20 হাজার টাকা করে দেওয়া হবে এই প্রকল্পে।  


তিনি আরও জানিয়েছেন,  এই প্রকল্পের সুবিধা পাবেন আনুমানিক 25 হাজার মানুষ,  যারা এই কর্মসূচিতে বাড়ি তৈরির টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন। 
                                      
অনেকই সামনে কিংবা ফোনে বাড়ি তৈরি করে দেওয়ার জন্য অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। 


যারা এই প্রকল্পে আবেদন করবেন তাদের তথ্য যাচাই করে বাড়ি তৈরির টাকা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।  এই প্রকল্পের টাকা দেওয়া হবে সসম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকে 


আরও জানতে  ভিডিও টি দেখুনঃঃ👇👇

           

                     
নবীনতর পূর্বতন