বিধানসভা নির্বাচন 2021. west Bengal bidhansabha election 2021.accembly election 2021 in wb

 বাংলায় একুশের বিধানসভার ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার। রাজ্যে(পশ্চিমবঙ্গ) আট দফায় ভোট হবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেক। এছাড়াও কয়েক  দফায় ভোট হবে বিভিন্ন জেলায়।

প্রথম দফায় ভোট হবে 30 টি কেন্দ্রে , এমনটাই জানানো হয়েছে   নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ভোট হবে 27 মার্চ  , ভোট হবে পুরুলিয়া, বাঁকুড়ার একাংশ, ঝাড়্গ্রাম,পূর্ব মেদিনীপুরের একাংশ, পশ্চিম মেদিনীপুরের একাংশে। 



30 টি বিধানসভা   কেন্দ্রে ভোট হবে দ্বিতীয় দফায়, ভোট গ্রহণের তারিখ 1 লা এপ্রিল। ভোট হবে পূর্ব বাঁকুড়া ও পপশ্চিম মেদিনীপুরের বাকী অংশে এছাড়াও দক্ষিণ 24 পরগনার মানুষরাও ভোট দেবেন সেদিন। তৃতীয় দফায় ভোট হবে 6 ই এপ্রিল,  এই দফায় মোট 31 টি আসনে ভোট হবে। ভোট  গ্রহণ হবে   দক্ষিণ 24 পরগনার   একাংশ হাওড়া ও হুগলি জেলার। 



10 ই এপ্রিল চতুর্থ দফার ভোট হবে 44 টি আসনে , ভোট গ্রহণ হবে আলিপুর দুয়ার,  কোচবিহার    হাওড়া, হুগলি ও দক্ষিণ 24 পরগনার  বাকী অংশে, 



পঞ্চম দফায় ভোট হবে 17    এপ্রিল, এদিন ভোট গ্রহন হবে 45 টি আসনে। ভোট হবে উত্তর 24 পরগনার একাংশ,  নদীয়ার একাংশ পূর্ব বর্ধমানের একাংশ এবং  দার্জিলিং ও জল পাইগুড়ি  জেলায়। 

26 ই এপ্রিল ষষ্ঠ দফার ভোট হবে 43 টি কেন্দ্রে। ভোট গ্রহণ হবে উত্তর 24 পরগনা ও নদিয়ার    বাকি অংশে পূর্ব বর্ধমানের বাকি অংশ ও উত্তর দিনাজপুরে। 



36 টি আসনে ভোট হবে সপ্তম দফায়, ভোট গ্রহণের তারিখ 27 ই এপ্রিল  , ভোট হবে মালদার একাংশ মূর্শিদাবাদের একাংশ,  পশ্চিম বর্ধমান  দক্ষিণ দিনাজপুর ও দক্ষিণ কলকাতায়



শেষ দফায় অর্থাৎ    অষ্টম দফায় ভোট হবে 35 টি আসনে। ভোট গ্রহণের তারিখ 29 এপ্রিল। ভোট হবে মালদা ও মুর্শিদাবাদের বাকি অংশে, উত্তর ক লকাতা ও বীরভুমে  ভোট গননা হবে 2 রা মে                                                     

Post a Comment

নবীনতর পূর্বতন