লোক প্রসার প্রকল্প | Lok prasar prakalpa | Lok prosar prokolpo | শিল্প ও শিল্পিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন।  এবারের প্রকল্পটি অন্যরকম। 

 মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় , তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে লোকপ্রসার প্রকল্প নামে একটি নতুন গুরুত্বপূর্ণ প্রকল্প চালু হয়েছে। ছোট ছোট শিল্প ও শিল্পীদের কথা ভেবেই এবারের প্রকল্পটির সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কি সুবিধা পাবে সে সমস্ত শিল্পীরা বিস্তারিত আলোচনা করা হল 


প্রকল্পটির মূল উদ্দেশ্য হল : 

(১) পরিচয়পত্র প্রদান করে লোকশিল্পীদের সন্মান জানানো। 

(২) বাংলার সনাতন লোক-আঙ্গিক তুলে ধরা। 

(৩) শিল্প ও সংস্কৃতির লুপ্ত-প্রায় শাখাগুলিকে পুনরুজ্জীবিত করা ও 

(৪) লোক শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের আর্থ - সামাজিক পরিস্থিতির উন্নয়ন ঘটানো।

তথ্য ও সংস্কৃতি বিভাগ লোকপ্রসার প্রকল্পের মাধ্যমে নিম্নলিখিত কর্মসূচিগুলি রূপায়িত করে :


লোকশিল্পীদের যথাযথ সন্মান দেবার উদ্দেশ্যে রাজ্য সরকার প্রত্যেক লোকশিল্পীকে পরিচয় পত্র প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। এখনও পর্যন্ত , সারা রাজ্যে ১৯৪,৩০০ জন শিল্পীকে পরিচয় - পএ প্রদান করা হয়েছে।


বাংলায় বহুসংখ্যক লোকশিল্পী আছেন , যাঁরা সুনামের সঙ্গে বহু অনুষ্ঠান করেছেন এবং শ্রোতাদের মনোরঞ্জন করেছেন। তাঁদের মধ্যে বেশিরভাগ শিল্পীই বয়সজনিত কারণে বর্তমানে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অপারগ। এদের মধ্যে অনেকের নির্দিষ্ট কোনও আয় নেই এবং তাঁদের দেখাশোনা করার কেউ নেই। তাঁদের সহায়তার জন্য রাজ্য সরকার এগিয়ে এসেছে ।

৬০ বছরের বেশী বয়স্ক লোক শিল্পীরা লোকপ্রসার প্রকল্পের অধীনে পেনশন পাচ্ছেন। পশ্চিমবঙ্গে , বর্তমানে প্রায় ৮,৫৯৬ জন শিল্পী প্রতিমাসে ১০০০ টাকা পাচ্ছেন। এই টাকা সরাসরি শিল্পীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাচ্ছে ।


লোকপ্রসার প্রকল্পে তালিকাভুক্ত ৬০ বছরের কম বয়সী লোকশিল্পীরা - যাঁরা সরকারের বিভিন্ন প্রচারমূলক কাজে অংশ নিচ্ছেন , তাঁরা বহালভাতা হিসাবে প্রতিমাসে ১০০০ টাকা পাচ্ছেন। এই সময় পর্যন্ত প্রায় ৭৬,০০০ লোকশিল্পী এই বহাল ভাতা পাচ্ছেন। এই টাকা সরাসরি শিল্পীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাচ্ছে ।



সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি যেমন কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, খাদ্যসাথী ইত্যাদির প্রচারে লোকশিল্পীরা অগ্রণী ভূমিকা নিচ্ছেন। এই প্রকল্পকে ঘিরে রাজ্যের লোকশিল্পীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।



আরও আকর্ষণীয় উপায়ে নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যবাহী লোক-আঙ্গিকগুলি তুলে ধরার উদ্দেশ্যে লোকসংস্কৃতির গবেষকদের সহায়তায় প্রতিটি জেলায় লোকশিল্পীদের নিয়ে কর্মশালা আয়োজন করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ।



লোকপ্রসার প্রকল্প ইতিমধ্যেই এর রূপায়নের মধ্যে দিয়ে বিপুল সাফল্য অর্জন করেছে।গ্রামবাংলার তথাকথিত অবহেলিত লোকশিল্পীরা প্রবল উৎসাহে এই প্রকল্পে অংশগ্রহণ করছে ।


যদি এই পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু-বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন 

Post a Comment

নবীনতর পূর্বতন