জয় বাংলা পেনশন প্রকল্প (Joy bangla pension scheme in west Bengal)



২০২০ -র পয়লা এপ্রিল থেকে পশ্চিমবঙ্গে জয়বাংলা নামে একটি পেনশন প্রকল্প চালু করার পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



এই জয়বাংলা নামক পেনশন প্রকল্পের আওতায় থাকবে তপশিলি বন্ধু ও জয় জোহার নামে দুটি নতুন পেনশন স্কিম এছাড়াও পূর্বের কিছুই স্কিম, যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, বিকলাঙ্গ ভাতা এইগুলি কেউ এই জয় বাংলা প্রকল্পের আওতায় রাখা হবে। 



তপশিলি জাতি সম্প্রদায়ভুক্ত বয়স্ক মানুষরা আবেদন করতে পারবেন তপশিলি বন্ধু পেনশন স্কিমে এবং তপশিলি উপজাতি সম্প্রদায় ভুক্ত বয়স্ক মানুষরা আবেদন করতে পারবেন জোহর পেনশন স্কিমে।



এই প্রকল্পের সুবিধাভোগীদের প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে।  এই প্রকল্পের টাকা দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং টাকা দেওয়া হবে ব্যাংক একাউন্টের মাধ্যমে।



পূর্বে যে সমস্ত ভাতাগুলি দেওয়া হতো তার টাকার পরিমাণ ছিল 600 থেকে 750 টাকার মধ্যে কিন্তু এখন তা বেড়ে হবে  ১০০০ টাকা পর্যন্ত। 



তপশিলি বন্ধু প্রকল্পের শর্তাবলী ঃ-
১।  এ প্রকল্পে আবেদনকারিকে পশ্চিমবঙ্গের স্থায়ী    বাসিন্দা হতে হবে।

২। পেনশন প্রাপকের বয়স 60 বছর বা তার বেশি হতে হবে (০১/০১/২০২০ অনুযায়ী)।

৩।  আবেদনকারীকে SC অর্থাৎ  সিডিল কাস্ট সসম্প্রদায় ভুক্ত হতে হবে।

৪।  আবেদনকারী যদি অন্য কোন পেনশন স্কিম অথবা অন্য কোন দপ্তর থেকে পেনশন পায় তাহলে এই প্রকল্পের সুবিধা পাবে না।



জয় জোহার পেনশন প্রকল্পের শর্তাবলী ঃ- 
১। এই প্রকল্পে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২। পেনশন প্রাপক এর বয়স 60 বছর বা তার বেশি হতে হবে।

৩।  জয় জোহার প্রকল্পে  আবেদনকারীকে তপশিলি উপজাতি অথবা আদিবাসী (ST) সম্প্রদায়ভুক্ত হতে হবে।

৪।  আবেদনকারী যদি অন্য কোন পেনশন পায় তাহলে         এই স্কিমের সুবিধা পাবে না।



আবেদন করতে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন ঃ- 
১। পরিচয়ের প্রমাণ।
২। ঠিকানা প্রমাণ।
৩। বয়সের প্রমাণ।
৪। ব্যাংকের পাস বই।
৫। জাতিগত শংসাপত্র অথবা এস সি (SC) এস টি (ST)       সার্টিফিকেট।
৬। পাশপোর্ট সাইজের ফটো।



জয় বাংলা প্রকল্পের আবেদন পদ্ধতি ঃ- 
১। এই প্রকল্পের আবেদন অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে করা যাবে।

২। অফলাইনে আবেদন করতে চাইলে গ্রাম এলাকার জন্য বি.ডি.ও অফিসে এবং শহর এলাকার জন্য এস. ডি.ও অফিস অথবা মিউনিসিপালিটি  অফিসে
 যোগাযোগ করতে হবে।

৩। অনলাইনে আবেদন করতে নীচে ক্লিক করুন 👇


            CLICK HERE TO APPLY 

আরো জানতে আপনার স্থানীয় এলাকার প্রতিনিধি, পঞ্চায়েত অফিস, মিউনিসিপালিটি অফিসে যোগাযোগ করতে পারেন।

এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সেখান থেকেও নিয়মিত লেটেস্ট আপডেট পেতে পারেন
 

Post a Comment

নবীনতর পূর্বতন