আমরা জানি, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে একের পর এক বিভিন্ন প্রকল্প চালু করে চলেছে।
এবার গৃহবধূ অর্থাৎ ঘরের মহিলাদের জন্য আরও একটি নতুন প্রকল্প চালু করতে চলেছেন। যার নাম দেওয়া হয়েছে "লক্ষীর ভান্ডার" প্রকল্প।
যদিও মহিলাদের জন্য অনেক প্রকল্প চালু করেছেন এর আগে তবুও এই প্রকল্পটি চালু করা হয়েছে শুধুমাত্র পরিবারের যারা প্রধান মহিলা (পরিবারের কর্তী) তাদের জন্য।
"লক্ষীর ভান্ডার প্রকল্প"
বাড়ির লক্ষ্মী মহিলারাই কিন্তু পশ্চিমবঙ্গের বেশির ভাগ মহিলারা সামান্য টাকার জন্য নির্ভর করে অন্যের উপর। তাই এখন "লক্ষ্মীর ভান্ডার" প্রকল্পের মাধ্যম তাদের হাতে প্রতিমাসে 1000 ও 500 টাকা দেওয়া হবে।
এই প্রকল্পের উদ্দেশ্য হল বাড়ির মহিলারা যেন নিজের মতো পরিবারের ও নিজের জন্য বিভিন্ন উতসবে এই টাকা ব্যবহার করতে পারে।
এই প্রকল্পে ১.৬ কোটি মহিলা এই সুবিধায় পাবে।
যারা (SC/ST) তারা মাসে 1000 টাকা পাবে ও যারা জেনারেল এবং (OBC) তারা 500 টাকা পাবে প্রতি মাসে।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কারা আবেদন করতে পারবে? এবং কারা আবেদন করতে পারবে না।
এই প্রকল্পে রাজ্যের SC/ST/OBC ও জেনারেল সবাই আবেদন করতে পারবে, তবে কিছু মহিলারা এই সুবিধা পাবে না। যাদের পরিবারে Income Tax দেয় বা যাদের পরিবারে 2 হেক্টর ( আনুমানিক ১৫ বিঘা) জমি রয়েছে তারা এই প্রকল্পের সুবিধা পাবে না।
আবেদন এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে?
1) Aadhar Card (আধার কার্ড)
2) SC/ST/ OBC Certificate (যদি থাকে)
3) Ration Card (রেশন কার্ড)
4) Voter ID Card ( ভোটার কার্ড)
5) Bank Account (ব্যাঙ্কের পাশবই)
6) passport size photo
7) sasthya sathi card (সাস্থ সাথী কার্ড)
♦ লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন পত্র ডাউনলোড
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কবে থেকে চালু হবে?
এই প্রকল্প আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে অর্থাৎ পয়লা জুলাই 2021 থেকে চালু হবে।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিভাবে আবেদন করবেন?
এই প্রকল্পের আবেদন এর ব্যাপারে এখনো সঠিক তথ্য জানা যায়নি তবে জানা গেলে আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন এ ক্লিক করে রাখুন ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে ।
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন ঃ-
একটি মন্তব্য পোস্ট করুন