ভোটের আগে ভোটার তালিকায় নাম তোলার শেষ সুযোগ enrolled your name in voter list before elections 2021 in wb

 1 লা জানুয়ারি 2021 এ,  যে সমস্ত ছেলে ও মেয়েদের 18 বছর বয়স  পূর্ণ হয়ে গেছে তাদের জন্য ইলেকশন কমিশনের পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা করা হল    

2021 এর বিধানসভা (পশ্চিম বঙ্গে) ভোটের আগেই তারা ভোটার তালিকায় নাম নথিভুক্ত  করতে পারবেন  । ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার শেষ তারিখ নীচে দেওয়া হল। 


প্রথম দফায় যাঁরা ভোট দেবেন, তাদের আবেদনের শেষ তারিখ     ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। 


দ্বিতীয় দফায় যাঁদের ভোট রয়েছে তাঁরা ৩ মার্চ বুধবার পর্যন্ত আবেদন করতে পারবেন।


 তৃতীয় দফায় যাঁরা ভোট দেবেন, তাঁরা ১০ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। 


চতুর্থ দফায় যাঁরা ভোট দেবেন তাঁরা ১৪ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।


 পঞ্চম দফায় যাঁদের ভোট তাঁদের ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করার জন্য শেষ সময়সীমা হল ২১ মার্চ।


 ষষ্ঠ দফায় আবেদনের শেষ দিন হল ২৫ মার্চ। 


আর সপ্তম ও অষ্টম দফার জন্য নাম তুলতে গেলে ২৯ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে।


 সেইসব আবেদন যাচাই করে  ভোটার তালিকায় নাম তোলা হবে এবং সেই সমস্ত ভোটাররা   2021 এর বিধানসভায় অর্থাৎ এবারের বিধানসভায় ভোট দিতে পারবেন       


  

              

Post a Comment

নবীনতর পূর্বতন