আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের নামের লিস্ট প্রকাশিত হল। Amfan cyclone injured persons New list.

আম্ফান এর ফলে সব থেকে বেশি ক্ষতি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার। এই জেলার বি ডি ও এবং  প্রশাসনিক কর্তারা ক্ষতিগ্রস্থদের যে লিস্ট তৈরি করেছেন তাতে দেখা গেছে আনুমানিক 6 লক্ষ বাড়ির ক্ষতি হয়েছে।যাদের বেশি ক্ষতি হয়েছে তাদের মাথাপিছু কুড়ি হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। দুই দফায় মোট 198 কোটি টাকা এসেছে এই জেলার ক্ষতিগ্রস্থদের দেওয়ার জন্য।

এরপরও ব্লক প্রশাসনের কাছে অভিযোগ আসতে থাকে যে, তালিকায় পাকা বাড়ির মালিকের নাম আছে অথচ যারা প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নাম নেই, তাই জেলা প্রশাসন ব্লক প্রশাসনকে টাকা ট্রান্সফার বন্ধ করতে নির্দেশ দেন।


ব্লক প্রশাসনের প্রতিনিধিরা নিজেরা তদন্তে না গিয়ে  পঞ্চায়েত প্রতিনিধিদের সাহায্যে তালিকা তৈরি করেছিলেন তাই তালিকায় গন্ডগোল দেখা গিয়েছে।

সে কারণে আবারো তদন্ত কমিটি গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয় সরকারের  পক্ষ থেকে। 

আম্ফান ঝড়ে ক্ষতি গ্রস্তদের নামের লিস্ট  দেখতে এখানে ক্লিক করুন    


যারা প্রথম দফার লিস্টে নাম পায়নি, এবং পুনরায় আবেদন করেছিল তাদের নামের লিস্ট আবার দেওয়া হলো

   পশ্চিম  মেদিনীপুরের  লিস্ট  দেখার জন্য  এখানে  ক্লিক করুন  ঃঃঃ  -      CLICK HERE

 

পূর্ব মেদিনীপুরের লিস্ট দেখার  জন্য এখানে ক্লিক করুন ঃঃঃ-

CLICK HERE     

আপনারা যে জেলা থেকে এই পোস্ট টি দেখছেন, সেই জেলার নাম কমেন্টে লিখে দিন, যখন আপনাদের জেলার আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্ত দের টাকা পাওয়ার   লিস্ট বের হবে তখন আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব  । এই পোস্টটি যদি আপনাদের উপকারে আসে তাহলে সবাইকে শেয়ার করুন        

Post a Comment

নবীনতর পূর্বতন