Pradhan mantri jandhan yojana. Jandhan yojana schem. How to open jandhan yojana Accoun.

 মোদি সরকারের একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় প্রকল্প হল প্রধানমন্ত্রী জনধন যোজনা, এই যোজনায় বিনামূল্যে অ্যাকাউন্ট খোলার সুবিধা পাবে দেশের গরীব মানুষরা। সারাদেশের জনধন যোজনা একাউন্ট এর সংখ্যা আনুমানিক 40 কোটির অধিক, এই যোজনার একাউন্টে 1.30 লক্ষ্য কোটি টাকার বেশি জমা পড়েছে। 

2014 সাল থেকে এই প্রকল্প চালু করেছেন কেন্দ্র সরকার  দেশের সমস্ত মানুষকে ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার জন্য 


এই অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা থাকলেই একাধিক সুবিধা পাবেন একাউন্ট হোল্ডাররা 


কি কি সুবিধা পাবে গ্রাহকরা ঃ-

 1) এই অ্যাকাউন্ট বিনামূল্যে খুলতে পারবেন গ্রাহকরা।

2)  এখানে ন্যূনতম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক নয়।

3) ছয় মাসের পরে গ্রাহকরা একাধিক সুবিধা পেতে পারেন।

4)  দুর্ঘটনার ক্ষেত্রে 2 লক্ষ টাকা পর্যন্ত কভার মিলবে।

5)  30000 টাকা পর্যন্ত লাইভ কভার পাবে গ্রাহকরা।

6) ডিপোজিটের শুধু মিলবে 

7) একাউন্টের সাথে ফ্রি মোবাইল ব্যাংকিং সুবিধা পাবে 

8) রূপে কার্ড দেওয়া হবে যার মাধ্যমে টাকা তোলার পাশাপাশি অনলাইনে শপিং করতেও পারবেন গ্রাহকরা।

9) দেশের যেকোন প্রান্তে টাকা ট্রান্সফার করতে পারবেন সরকারি যোজনার লাভ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন।


নতুন জনধন যোজনা একাউন্ট খোলার জন্য নিকটবর্তী ব্যাংকে গিয়ে একটি ফ্রম ফিলাপ করতে হবে প্রয়োজনীয় তথ্য দিয়ে।

 জনধন যোজনা একাউন্ট খোলার জন্য ফরম ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন 

                           👇

                            👇

 DOWNLOAD JANDHAN  YOJANA ACCOUNT   OPENING  FORM 


পুরনো একাউন্ট থাকলে সেই একাউন্ট  জনধন যোজনা  একাউন্টে ট্রান্সফার করতে পারবেন এর জন্য ব্যাংকের শাখায় গিয়ে একটি ফরম ফিলাপ করে আবেদন করতে হবে।


একাউন্ট  খুলতে যে ডকুমেন্টস গুলি লাগবে ঃ-

1) আধার কার্ড।

2) পাসপোর্ট।

3)  ড্রাইভিং লাইসেন্স।

4) প্যান কার্ড।

5) ভোটার কার্ড।

6)  জব কার্ড।


জনধন যোজনার একাউন্ট খোলার নিয়ম জানতে ভিডিওটি দেখুন 

                                 👇

                                 👇



Post a Comment

নবীনতর পূর্বতন