কর্মহীনদের কর্মসংস্থানের জন্য নতুন প্রকল্প চালু করল রাজ্য সরকার how to apply karmabhumi prakalpa

করোনার ফলে সবকিছু যেন ওলটপালট হয়ে গিয়েছে সারা দেশজুড়ে। কাজ হারিয়ে নিজ রাজ্যে ফিরেছে  অনেক পরিযায়ী শ্রমিক। কর্মহীন এই সমস্ত শ্রমিকদের পাশে দাঁড়াতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী স্বয়ং কর্মহীনদের নতুন কর্মসংস্থানের জন্য চালু করলেন নতুন প্রকল্প যার নাম দিলেন "কর্মভূমি প্রকল্প"।
মাননীয় মুখ্যমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন এই প্রকল্পের কথা। কর্মভূমি হলো একটি ওয়েব পোর্টাল যেখানে আবেদন করতে পারবেন কাজ হারানো শ্রমিক ও কর্মীরা।

ক্ষুদ্র ও কুটির শিল্পে দক্ষ ব্যক্তিরাও এই প্রকল্পের সহায়তা পাবে এমনটাই জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে।

করোনার ফলে ভেঙে পড়া  অর্থনীতিকে চাঙ্গা করে বাংলাকে আবারও নতুন করে সাজানোর জন্য এই ধরনের কর্মসূচি কে বেছে নেওয়া হয়েছে।

এই প্রকল্পের সাহায্যে অনেক কর্মহীন কর্মী আবারও নতুন করে বাঁচার দিশা পাবে, আবারও তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে। 




কর্ম ভূমি প্রকল্পে  আবেদন করার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন    ঃঃ-  👇👇👇

   

Post a Comment

নবীনতর পূর্বতন