মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প 'মা' ও 'মাতৃবন্দনা' | wb new scheme "maa" and matri bandana

 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের আগে বাজেটে বড়ো ধরনের ঝলক দিলেন।তাঁর বাজেট বক্তৃতায় বারবার উঠে এল মহিলাদের কথা। সেই কারনেই তিনি দুটি নতুন  প্রকল্পের ঘোষণা করলেন। প্রকল্প  দুটি হল     'মা' ও 'মাতৃবন্দনা'   

ভোটের বাজারে তিনি মহিলা ও দুঃস্থ  মানুষের মনে তাঁর স সহানুভুতিশীলতার ছাপ ফেলার চেষ্টা করলেন এই দুই প্রকল্পের দ্বারা  । 


মুখ্যমন্ত্রী বলেন আমি 'মাতৃবন্দনা' নামে আরও একটি নতুন প্রকল্পের  ঘোষণা করছি। দঃস্থ নারীদের নিয়ে এই কর্মসুচীতে    গঠন করা  হবে দশ লক্ষ স্বনির্ভরগোষ্ঠী। আগামী পাঁচ বছরে এই গোষ্ঠীগুলি 25 হাজার কোটি টাকার ঋন পাবে, এই ঋন মূলত কো অপারেটিভ ব্যাঙ্ক থেকে দেওয়া হবে। এর জন্য 150 কোটি টাকা ব্যয়বরাদ্দের  প্রস্তাব করেছেন আগামী অর্থবর্ষে। 


 অপর দিকে 'মা' প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী বলেন 'মা' প্রকল্পের  অধীনে রান্না করা খাবার (কমন চিকেন)   দেওয়া হবে । অসহায়, দরীদ্র  মানুষরা যেন দু বেলা   খেতে পায়, সেজন্য এই প্রকল্প গ্রহণ করা  হল। বিভিন্ন জায়গায় সকলের জন্য  অল্পমুল্যে রান্না করা খাবার দেওয়া চালু করা হবে। 


অপর দিকে তিনি আরও জানান বিনামূল্যে  রেশনের ব্যবস্থা 30 ই জুন  2021 -এর পরেও চালু থাকবে।              

Post a Comment

নবীনতর পূর্বতন