WhatsApp privacy polic, WhatsApp এর নতুন নিরাপত্তা নিয়ম নিয়ে অখুশি গ্রাহকরা

 হোয়াটসঅ্যাপের নতুন  নিরাপত্তা নিয়ম নিয়ে অখুশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। তার জন্য গ্রাহকদের এক তৃতীয়াংশ হোয়াটসঅ্যাপের পরিশেবা ত্যাগ করতে চলেছে।


বর্তমানে  ন তুন নিরাপত্তা বিধি কার্যকর করা বন্ধ আছে, অখুশি গ্রাহকদের মূল বক্তব্য হল  ওই সংস্থা যখন ন তুন নিয়ম কার্যকর করবে তখন তারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করা ছেড়ে দেবেন।

এই সামাজিক যোগাযোগ মাধ্যমের সিদ্ধান্তে  পপঞ্চাশ  শতাংশ মানুষ রেগে গিয়েছেন। 45 শতাংশ মানুষ হোয়াটসঅ্যাপ কে বিশ্বাস করতে চাইছেন না।


মেসেজে যোগাযোগের মাধ্যম হিসাবে সাধারণ মানুষ এই  হোয়াটসঅ্যাপের উপরেই ভরসা  করত, কিন্তু এই বিতর্ক তাদের মনে একটা অশান্তি সৃস্টি করেছে, তাই পরিবর্ত  হিসাবে টেলিগ্রাম ও সিগ্ন্যাল এর নাম শোনা যাচ্ছ। 


তবে টেলিগ্রামের উপর সাধারণ মানুষের চাহিদা বেশি বলে মনে করা হচ্ছে। কারণ এটি আগে থেকেই প্রায় 40 শতাংশ মানুষ পছন্দ করেন।অর্থাৎ টেলিগ্রামের গ্রহনযোগ্যতা  সাধারণ মানুষের মধ্যে অনেক আগে থেকেই।                                   

Post a Comment

নবীনতর পূর্বতন