চোখের আলো প্রকল্প | chokher alo prakalpa in wb | eye light project in wb

 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  মমতা বন্দোপাধ্যায় বিনামূল্যে চোখের চিকিৎসার ব্যবস্থা জন্য চোখের আলো প্রকল্প চালু করেছেন।

রাজ্যের সবাই পাবে এই সুবিধা। বিশেষ করে গ্রাম্য এলাকার হতদরিদ্র অসহায় মানুষ দের কথা ভেবেই এই প্রকল্পের সুচনা করা হয়েছে। এই কর্মসুচীর অর্থাৎ চোখের আলো প্রকল্পের মেয়াদ হবে পাঁচ বছর। 

এতে ছাত্র ছাত্রীদের চশমা দেওয়া থেকে শুরু করে বৃদ্ধ ব্যক্তিদের ছানি অপারেশনও করা হবে। এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মীরাও সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা করাতে পারবেন, ৪০০ অপ্টোমেট্রি টেকনিশিয়ান সহ ৩০০ চিকিৎসক নিয়োজিত করা হতে পারে এই কাজের জন্য। 


চোখের আলো প্রকল্পে প্রথমত ১২০ টি প্রাথমিক  সাস্থ্য কেন্দ্রে কাজ হবে, এবং এটি ১২০০০ গ্রাম পঞ্চায়েতে হবে।

Thanks for visit my site  

Post a Comment

নবীনতর পূর্বতন