How to download e-voter card online in mobile. ই ভোটার কার্ড ডাউনলোড করুন অনলাইনে

ডিজিটাল হচ্ছে ভোটার কার্ড, 25 ই জানুয়ারি অর্থাৎ আজ থেকে ডাউনলোড করা যাবে বাড়িতে বসেই, জানুন কীভাবে

 ডিজিটাল হচ্ছে ভোটার কার্ড। এবার বাড়িতে বসে শুধু মোবাইল নম্বর দিয়েই ভোটার কার্ডের ই-সংস্করণ ডাউনলোড করা যাবে। সেজন্য কোনও নথি বা সশরীরে হাজিরা দেওয়ার ঝামেলা নেই । শুধু তাই নয়, ভোটার কার্ড হারিয়ে গেলে যে হয়রানির শিকার হতে হয়, সেটাও আর হতে হবে না। সোমবার  অর্থাৎ আজ থেকে   এমনই এক অভিনব উদ্যোগের সূচনা করছে নির্বাচন কমিশন


সোমবার অর্থাৎ 25 ই জানুয়ারি  জাতীয় ভোটার দিবস। আর এদিনই নির্বাচন কমিশন চালু করতে চলেছে E-EPIC পরিষেবা। কী এই ই-ভোটারকার্ড ? নির্বাচন কমিশন বলছে, ই-ভোটার কার্ড  হল ভোটার কার্ডের অনলাইন ভার্সন। যা কিনা আগের ভোটার কার্ডের মতোই কার্যকরী হবে। ভোটদান তো বটেই যে যে ক্ষেত্রে ভোটার কার্ড গ্রহণযোগ্য হয়, সেই সব ক্ষেত্রে এই ই-ভোটার কার্ড প্রামাণ্য নথির মতো কাজ করবে। 


ভোটার কার্ডের  ডিজিটাল ফরম্যাটের ক্ষেত্রে দু’টি QR কোড থাকবে। একটি কোডে থাকবে ভোটারের নাম ও অন্য তথ্য। অন্যটিতে থাকবে তাঁর বুথ নম্বর, পার্ট নম্বর, ভোটার সংখ্যা। ডাউনলোড করা কার্ডে এই সব তথ্যই থাকবে। যার ভিত্তিতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ভোটাররা। কিন্তু ডিজিটালাইজেশনের পথে এগিয়ে গেলে কি বাতিল হবে বর্তমানে চালু থাকা ভোটার কার্ড? কমিশন জানাচ্ছে, তেমন কোনও সম্ভাবনা নেই। একই সঙ্গে দু’রকম পদ্ধতিই চালু থাকবে। অর্থাৎ, ভোটাররা সাধারণ ভোটার কার্ড  এবং এই নতুন ডিজিটাল ভোটার কার্ড দুটোই ব্যবহার করতে পারবেন। যেমন আধার কার্ডের ক্ষেত্রে হয়ে থাক।  


কীভাবে ডাউনলোড করা যাবে এই ই-ভোটার কার্ড?


কমিশন E-EPIC ডাউনলোড করার জন্য দুটি পর্যায় বেছে নিয়েছে। প্রথম পর্যায়ে ২৫-৩১ জানুয়ারি নতুন ভোটাররা ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। যে সমস্ত ভোটার নির্বাচন কমিশনের ৬ নম্বর ফর্ম পুরণ করে কার্ডের জন্য আবেদন করেছিলেন, তাঁরা শুধুমাত্র বৈধ মোবাইল নম্বর দিয়েই কমিশনের ওয়েবসাইট থেকে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে  ডাউনলোড করতে পারবেন। এই পর্যায়েই বাংলার প্রায় ২০ লক্ষ ৪৫ হাজার নতুন ভোটার ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। 


এরপর দ্বিতীয় পর্যায়ে ১লা ফেব্রুয়ারি থেকে ডিজিটাল ভোটার কার্ড দেওয়া হবে পুরনো ভোটারদের। যাদের ভোটার কার্ডের সঙ্গে বৈধ ফোন নম্বর দেওয়া আছে, শুধু তাঁরাই ডাউনলোড করতে পারবেন।


ই-ভোটার কার্ড ডাউনলোড করতে  ডাউনলোড বাটনে ক্লিক করুন  👇

 


Post a Comment

নবীনতর পূর্বতন