Jago prakalpa . মহিলাদের স্বনির্ভরতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প "জাগো" প্রতিবছর মহিলারা পাবে 5000 টাকা


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের সুবিধার্থে বিভিন্ন প্রকল্পের সূচনা করে চলেছেন এই প্রকল্পটি(জাগো প্রকল্প) মহিলাদের স্বনির্ভরতার উদ্দেশ্যে করা। 

যদিও মহিলাদের বিকাশের জন্য এর আগেও কন্যাশ্রী, রূপশ্রী  ইত্যাদি বিভিন্ন প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।

এই প্রকল্পের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 5 হাজার টাকা করে অনুদান দেওয়া হবে আনুমানিক 10 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী কে।

এই জাগো প্রকল্পে উপকৃত হয়েছেন রাজ্যের আনুমানিক 1 কোটি মহিলা, এমনটাই দাবি করা হয়েছে মহিলাসমিতি গুলির পক্ষ থেকে।

কোন রকম আবেদন করতে হবে না এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য। 7773003003 এই নম্বরে মিসড কল করতে হবে অথবা  JAAGO  টাইপ করে মেসেজ পাঠাতে হবে তাহলেই এই প্রকল্পের 5000 টাকা সুবিধা পাওয়া যাবে। এই সুবিধাটি প্রতিবছর পাওয়া যাবে। 

Post a Comment

নবীনতর পূর্বতন