ঘূর্ণিঝড় আমফান এর ফলে ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গের জন্য ১০০০ কোটি টাকার আর্থিক সাহায্য ঘোষণা মোদীর
সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আম্ফান সুপার সাইক্লোনে পরিণত হয়ে কলকাতাকে কার্যত তছনছ করে দিয়েছে। বলা হয়েছিল, ১৯৯৯ সালে ওড়িশায় যে সাইক্লোন হয়েছিল, এই ঘূর্ণিঝড়ের গতি সেটাকেও ছাপিয়ে যাবে। প্রায় ২০০ কিমি বেগে তা স্থলভাগে আছড়ে পড়ার কথা ছিল। কলকাতার ওপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে ১৩৩ কিলোমিটার বেগে। বাংলা ও ওড়িশায় চূড়ান্ত সতর্কতা নেওয়া হলেও ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি। একনজরে দেখে নেওয়া যাক এই সাইক্লোনের সমস্ত আপডেট।
আম্ফানকে জাতীয় বিপর্যয় ঘোষণা করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই মমতার সুরেই সুর মেলালেন ২২টি বিরোধী রাজনৈতিক দল। দিল্লিতে এই দাবিতে সরব হয়েছে তারা। শুক্রবার বিরোধী দলগুলির ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যদিও উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা
বাংলার পর ওড়িশা ঘুরে সেরাজ্যের জন্য ৫০০ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
২টি বিরোধী দল মিলে ঘূর্ণিঝড় আম্ফানকে জাতীয় বিপর্যয় ঘোষণা করতে কেন্দ্রকে আবেদন জানাল।সুন্দর বনে চলছে বাঁধের মেরামতির কাজ। হাত লাগালেন স্থানীয়রা।
ওড়িশায় আকাশপথে পরিস্থিতি খতিয়ে দেখতে মোদী রওনা দিলেন হেলিকপ্টারে।বাংলাদেশের প্রধানমন্ত্রী এদিন মমতাকে ফোন করে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। প্রতিবেশী দেশের অঙ্গরাজ্য দ্রুত এই সংকটকাল কাটিয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এর আগে ,
বসিরহাটে আম্ফান বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে উপস্থিত থাকতে পারলেন না বিজেপি সাংসদ নুসরত জাহান। স্বামী নিখিলকে নিয়ে সেখানে ঢুকতেই পারলেন না তিনি।বসিরহাটে প্রশাসনিক বৈঠকের পর বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় জানিয়েছেন, দুই দক্ষ প্রশাসক কাজ করছেন। এখন রাজনীতি করার সময় নয়। বাংলাকে উঠে দাঁড়াতে কেন্দ্র সবরকম সহযোগিতা করবে।
আম্ফান বিধ্বস্ত রাজ্য। ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে রাজ্যের সিংঙভাগ এলাকা। কিন্তু তার পরেও প্রধানমন্ত্রীর কাছ্ কোনও অর্থ দাবি করিনি। সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।শুধুমাত্র কলকাতাতেই মুখ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী ১৫ জনের মৃত্যু হয়েছে। যা পরবর্তীকালে বেড়ে ১৯ জন হয়েছে। গোটা রাজ্যে অন্তত ৭২ জনের মৃত্যু সংবাদ এসেছে প্রাথমিকভাবে। এদিন তা ৮০ জনে দাঁড়িয়েছে। এরইমধ্যে মর্মান্তিক কিছু দৃশ্য উঠে আসছে কলকাতা জুড়ে , গোটা বাংলা জুড়ে।
আম্ফান বিধ্বস্ত এলাকায় আপাতত ১০০০ কোটি টাকার সাহায্যের পাশাপাশি ২ লাখ টাকা মৃতদের পরিবারকে দেওয়ার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এছাড়াও ৫০ হাজার টাকা আহতদের পরিবারকে দেওয়ার কথা জানান তিনি।
রাজ্যকে ১০০০ কোটি টাকা সাহায্য করার আশ্বাস এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে। এদিন আম্ফান বিধ্বস্ত রাজ্যের পরিস্থিতি দেখে অ্যাজভান্স ১০০০ কোটি টাকার সাহায্য ঘোষণা করেন মোদী। তিনি জানান এরপর রাজ্যে কেন্দ্রীয় দল সরেজমিনে এসে পরিস্থিতি খতিয়ে দেখবে।
একটি মন্তব্য পোস্ট করুন