এর আগে অনেক রকমের পলিসি এনেছেন এল আই সি। সাধারন মানুসের সুবিধার কথা মাথায় রেখে প্রতিবার নতুন কিছু পলিসি আনে এই সংগঠন। এবার কন্যাদায়গ্রস্ত বাবাদের জন্য সুখবর। তারা মেয়ের বিয়েতে পেতে পারেন ২৭ লাখ টাকা। তবে তার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। কিছু পরিমান টাকা দিতে হবে।
নিয়ম গুলির মধ্যে প্রথম নিয়ম টি হচ্ছে -পলিসিকারীর ন্যূনতম বয়স হতে হবে ৩০ বছর। আর মেয়ের বয়স ১ বছর হতে হবে । এই প্ল্যান ২৫ বছরের জন্য, কিন্তু প্রিমিয়াম দিতে হবে ২২ বছরের জন্য।
পলিসির মাধ্যমে প্রতিদিন ১২১ টাকা দিতে হবে, তাহলেই ২৫ বছর পর গিয়ে ওই ব্যাক্তিকে এলআইসি দেবে ২৭ লাখ টাকা। যেই টাকা দিয়ে মেয়ের বিয়ে দেওয়া যাবে। তাই এলআইসি-র এই বিশেষ প্ল্যানের নাম রয়েছে “ কন্যাদান যোজনা”।
এছাড়াও যদি পলিসিকারকের মৃত্যু হয়, তখন তাঁর পরিবারের প্রিমিয়ামে ছাড় দিতে হবে। এছাড়াও পলিসিকারীর মৃত্যু হলে তাঁর পরিবারকে বছর প্রতি ১ লক্ষ টাকা দেবে ওই সংস্থা। মনে রাখার বিষয় হল, এতে ওই পলিসির ওপর কোনও প্রভাব পড়বে না। ম্যাচিওরিটির পরে হাতে ২৭ লাখ টাকাই পাবে পলিসিকারীর পরিবার। তাই এসব সুবিধার কথা মাথায় রেখেই এলআইসি এই নতুন নয়ম আনতে চলেছে।
আমাদের দেসে এরকম অনেক মানুষ আছেন তারা মেয়ের বিয়ের বয়সে বিয়ে দিতে পারেন না। তখন তাদের অনেক সমস্যা হয়, কিছু ক্ষেত্রে মেয়েদের বাবারা ধারদেনা করে তারপর তাদের বিয়ে দিয়ে থাকেন। আবার অনেক ক্ষেত্রে তাও পারেন না। কিন্তু এবার থেকে এসব অসুবিধার কথা মাথায় রেখেই এই নিয়ম আনতে চলেছে এল আই সি।
মেয়ের বিয়ের খরচ নিয়ে চিন্তা করতে হবে না। এবার থেকে বাবা-মায়ের চিন্তা লাঘব করতে নতুন পলিসি নিয়ে এসেছে LIC। নাম দিয়েছে কন্যাদান পলিসি (LIC Kanyadan Policy)।
সংস্থার তরফে জানানো হয়েছে, একবার এই পলিসি করলে আর মেয়ের বিয়ের বিষয়ে ভাবতে হবে না বাবা-মাকে।মেয়ের বিয়ের কথা ভেবেই এই পলিসি তৈরি করেছে LIC।
এই পলিসির মিনিমাম ম্যাচিউরিটি পিরিয়ড ১৩ বছর ৷ কোনও কারণে বিমা করা ব্যক্তির মৃত্যু হয় তাহলে এলআইসি-র তরফে অতিরিক্ত ৫ লক্ষ টাকা দেওয়া হবে মৃত ব্যক্তির পরিবার কে৷ কোনও ব্যক্তি ৫ লক্ষ টাকার বিমা নিয়ে থাকলে তাঁকে ২২ বছরের জন্য মাসে ১৯৫১ টাকা করে দিতে হবে ৷ ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ১৩.৩৭ লক্ষ টাকা ৷ একইভাবে কেউ ১০ লক্ষ টাকার বিমা নিলে মাসে ৩৯০১ টাকা দিতে হবে ৷ ২৫ বছর পর পেয়ে যাবেন ২৬.৭৫ লক্ষ টাকা ৷
পলিসি হোল্ডার প্রিমিয়ামের উপরে ট্যাক্স ছাড়ের দাবি করতে পারবেন ৷ অধিকতম ১.৫০ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পাওয়া যাবে ৷
এ সম্পর্কিত ভিডিও পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন GURU ENTERPRISE ইউটিউব চ্যানেল.
একটি মন্তব্য পোস্ট করুন