বাংলায় তাপমাত্রার পরিমান বাড়ছে দিনের পর দিন। শুষ্ক ও গরম আবহাওয়ায় কষ্ট বাড়বে বাংলার মানুষের, এই সময় তাপ প্রবাহের পপরিস্থিতি তৈরি না হলেও।
তাপমাত্রার পরিমান 40 ডিগ্রির ঘরেও পোঁছাতে পারে সপ্তাহের মধ্যে।
বাংলার মানুষ ফাল্গুনের রোদের তীব্রতা দেখতে পাচ্ছে। সেদিকে লক্ষ্য রেখেই বঙ্গবাসীরা আগে থেকেই অনুমান করতে পারছে যে, এ বছর তাপমাত্রার পরিমান খুবই তীব্র হতে পারে পশ্চিমবঙ্গের আকাশে।
আবহাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রার পরিমান বাড়লেও এখনও রাজ্যে তীব্র তাপ প্রবাহের পপরিস্থিতি তৈরি হয়নি।
শুষ্ক গরমে অস্থির হয়ে পড়ছে বঙ্গবাসীর, বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমান বেশি থাকার কারণে।
এবছর প্রচুর পরিমানে উষ্ণতা বৃদ্ধি পেতে পারে বাংলায়, একথা আগেই জানিয়েছিলেন আবহাওয়াবিদরা। ফাল্গুন মাসেই তার নমুনা দেখা যাচ্ছে।
একটি মন্তব্য পোস্ট করুন