ইউটিউব থেকে ইনকাম এর প্রসেস সকলের জানা, ইউটিউবে একটি চ্যানেল খুলে ভিডিও আপলোড করতে হয় এবং ইউটিউবের কিছু নিয়ম আছে তা পূরণ হলে মনিটাইজেশন অন করে ভিডিওতে এড আসে অর্থাৎ এডসেন্সের মাধ্যমে ইনকাম হয়।
এবারে বিশেষ করে ভারতীয় ইউটিউবারদের ক্ষেত্রে এই নতুন নিয়ম চালু হবে।
ভারত অর্থাৎ আমেরিকার বাইরে যারা ইউটিউব ক্রিয়েটর রয়েছে তাদের থেকে এবার টেক্স নিতে চলেছে ইউটিউব।
সম্ভবত আগামী জুন মাস থেকেই কর আদায়ের কাজ শুরু করা হবে।
আমেরিকার বাইরেও যেমন ভারতের কোন ব্যক্তি যদি ইউটিউবের মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে এই বছর থেকে ট্যাক্স এর ব্যাপারে কিছু পরিবর্তন আসতে পারে এতে ইউটিউবারদের ইনকাম কিছুটা হ্রাস পেতে পারে
এছাড়াও কোন চ্যানেলের এডমিন মার্কিন যুক্তরাষ্ট্রের ভিউয়ারদের থেকে যে ইনকাম করেন তার উপরেও কর নেওয়া হবে কিন্তু যারা আমেরিকার ইউটিউবার তাদের এই কর দিতে হবে না।
এ ব্যাপারে মেইল পাঠানো শুরু হয়ে গিয়েছে ইউটিউব এর পক্ষ থেকে।
ইউটিউব এর প্রধান সংস্থা গুগোল মার্কিন যুক্তরাষ্ট্রের কর ব্যবস্থার তিন নম্বর ধারা অনুসারে এই নিয়ম চালু করবে। করের পরিমাণ হবে আনুমানিক 15 শতাংশ।
একটি মন্তব্য পোস্ট করুন