আধার কার্ড বাধ্যতামুলক নয় বেশ কিছু ক্ষেত্রে। Aadhar card is not mandatory some Cases.

বেশ কিছু ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক নয় এমনটাই জানানো হয়েছে একটি বিজ্ঞপ্তিতে ১৮ ই মার্চ এই বিজ্ঞপ্তিটি  জারি করা হয়েছে কেন্দ্রের ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রকের পক্ষ থেকে।
এই নির্দেশিকায় জানানো হয়েছে আধার আইন 2016 উল্লিখিত আধার সংক্রান্ত বিষয়ে  যেমন নির্দেশিকা জারি হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা মেনে নিতে হবে।


উদাহরণস্বরূপ পেনশন প্রাপক যে জীবিত আছে সেটা প্রমাণ করতেও আর আধার কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক নয়।

কারণ আধারের তথ্য ও পেনশনের তথ্যের মধ্যে কিছু পার্থক্য বা অমিল থাকে এই দুই তথ্য আপডেট না করা  পর্যন্ত  অনেক সমস্যা হয়ে থাকে।


কখনো পেনশন প্রাপককে  সমস্যার সম্মুখীন হতে হয় প্রযুক্তিগত কারণেও সেই সমস্যার সমাধান করতেই কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত।


সরকারি দপ্তরের বায়োমেট্রিক এর ক্ষেত্রেও আধার আবশ্যক না।


যে সমস্ত পেনশন প্রাপকদের বছরে একবার লাইফ সার্টিফিকেট বা জীবন শংসাপত্র জমা দিতে হতো তাদের আর আধার কার্ডের জেরক্স কপি না দিলেও চলবে। আধার কার্ডের পরিবর্তে অন্য কোনো ডকুমেন্টস দেওয়া যাবে।


Post a Comment

নবীনতর পূর্বতন