ভোটার কার্ড না থাকলেও ভোট দিতে পারবেন ভোটাররা, কোন কোন ডকুমেন্টস দেখিয়ে ভোট দেওয়া যাবে জেনে নিন।Accembly election 2021

যাদের ভোটার কার্ড নাই বা হারিয়ে গেছে এবং যারা এখনো ভোটার কার্ড পাননি তারাও ভোট দিতে পারবেন এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।
নির্বাচন কমিশন জানিয়েছেন ভোটার কার্ড না থাকলেও নির্দিষ্ট পরিচয় পত্র দেখিয়ে ভোট দেওয়া যাবে।

ভোটার কার্ডের পরিবর্তে যে সমস্ত ডকুমেন্টস গুলো দেখিয়ে ভোট দেওয়া যাবে সেই ডকুমেন্টগুলি হল।

1) আধার কার্ড। 
2) ব্যাংক বা পোস্ট অফিসের পাসবুক (ফটোসহ)।
3) জব কার্ড। 
4) হেলথ স্মার্ট কার্ড।
5)  ড্রাইভিং লাইসেন্স। 
6) প্যান কার্ড। 
7) ভারতীয় পাসপোর্ট। 
8) এছাড়াও সাংসদ বিধায়ক পরিষদ সদস্য দ্বারা প্রদত্ত সরকারি পরিচয় পত্র দেখিয়ে ভোটাররা ভোট দিতে পারবেন।


প্রথম দফার ভোট আগামীকাল অর্থাৎ 27 ই মার্চ হবে এবং চলবে 29 এপ্রিল পর্যন্ত।

অতএব যাদের ভোটার লিস্টে  নাম আছে কিন্তু এখনো ভোটার কার্ড পাননি অথবা ভোটার কার্ড হারিয়ে গেছে তাদের চিন্তার কোন কারণ নেই তাদের ভোটাধিকার দেওয়া হবে।


উপরে যে সমস্ত ডকুমেন্টস গুলির কথা বলা হয়েছে সেগুলি দেখিয়ে শুধু তারাই ভোট দিতে পারবে যাদের ভোটার লিস্টে নাম আছে। যাদের বয়স এখনো 18 বছর হয়নি বা  যাদের ভোটার লিস্ট এখনও নাম ওঠেনি তারা  ভোট দিতে পারবেন না। 

Post a Comment

নবীনতর পূর্বতন